যৌনকর্মীদের টিকা বর্ধমানে

এইসময় (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১৩:২৬

অনেকেরই নেওয়া হয়েছিল প্রথম ডোজ। কিন্তু দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তাঁরা। কোথায় যাবেন, কার কাছে তদ্বির করবেন তা নিয়ে ছিল দ্বিধা। অবশেষে রবিবার বর্ধমানের সিং দরজা এলাকায় বিশেষ ক্যাম্প করে ৭৭ জন যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের মানুষকে টিকা দেওয়া হল।


জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংস্থা স্পিড ক্যাম্পটির আয়োজন করে। টিকা নিতে আসা এক যৌনকর্মী বলেন, 'সোমবার টিকা নেওয়ার শেষ দিন ছিল আমাদের। প্রথমবার স্বাস্থ্য দফতর থেকে ক্যাম্প করে আমাদের টিকা দেওয়া হয়েছিল। তারপর আর কেউ যোগাযোগ করেনি। দিন পেরিয়ে যাচ্ছিল। তখন আমরাই কথা বলি স্পিডের সঙ্গে। অন্যরা যেমন নেতা ধরে কিংবা পুরসভায় গিয়ে টোকেন নিয়ে নিচ্ছে, আমাদের পক্ষে তা সম্ভব ছিল না। একটা সমস্যা তো থাকেই। যাই হোক, এদিন টিকা নেওয়ার পরে আমাদের চিন্তা দূর হল।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও