![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/07/19/new-york-eid-190721-01.jpg/ALTERNATES/w640/new-york-eid-190721-01.jpg)
নিউ ইয়র্কে চলছে প্রবাসীদের ঈদ প্রস্তুতি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর হার কমায় প্রবাসীদের মধ্যে ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি বেড়েছে।
স্থানীয় সময় রোববার দুপুর থেকেই নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় প্রবাসী তরুণ-তরুণীদের কেনাকাটা ও মেহেদি উৎসব করতে দেখা যায়।
পথচারীরা সরে গেলে তরুণীরা টেবিল আর টোল বসায়, সঙ্গে আনা মেহেদির পসরা সাজায়। মুহূর্তেই বাড়ে ভিড়। আগের বছরগুলোতে ঈদের আগের রাতে মেহেদি রাঙানোর আয়োজন করা হলেও এবার দুদিন আগেই তা শুরু হলো।