দীর্ঘ দিনের কোভিড রোগী সেরে উঠেও বহু দিন ধরে ভুগতে পারেন ২০০-রও বেশি রোগে, বলছে গবেষণা
দীর্ঘ দিন রোগভোগের পর কোভিড থেকে সেরে উঠে আর টিকা নিয়েই আমরা মনে করছি, বেঁচে গেলাম! আর কোনও ভয় নেই। বাস্তবের ছবিটা কিন্তু একেবারেই তা নয়।
যাঁরা দীর্ঘ দিন ধরে কোভিডে ভুগেছেন বা এখনও ভুগে চলেছেন, তাঁদের দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে ২০০টিরও বেশি এমন জটিলতা দেখা দিতে পারে যেগুলি কোভিড থেকে সেরে ওঠার কয়েক মাস পরেও থেকে যেতে পারে। এমনকি সেগুলি থেকে যেতে পারে এক বা আরও কয়েকটা বছর।
একটি আন্তর্জাতিক গবেষণা এই উদ্বেগজনক খবর দিয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নেতৃত্বাধীন গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা গবেষণা পত্রিকা ‘ইক্লিনিক্যাল মেডিসিন’-এ।