'তালিবানি নিয়ম মানি না', মেয়েদের অধিকারের দাবিতে সরব পাকিস্তানের আম জনতা
'পুরুষ ছাড়া বাড়ির বাইরে বেরতে পারবেন না মহিলারা', আফগান মুলুকে এমন আদেশই বলবৎ করেছে তালিবান গোষ্ঠী। প্রতিবেশী দেশে তালিবানি ফতোয়া জারির প্রভাব পড়েছে পাকিস্তানেও। আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম এলাকার মহিলাদের উপর তালিবানি নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে দাবি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 'হুসেইনি তহরিক' নামের এক পাক সংস্থা কট্টরপন্থী দলের ওই নিয়মকে সমর্থন করার দাবি তোলে। এমনকী ফেসবুক পেজ এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে তালিবানি নিয়ম জারির বিষয়টি সকলকে জানানোও হয়। প্রথমদিকে কিছুজন বিষয়টিকে সমর্থন করলেও, কুররাম এলাকার বেশিরভাগ মানুষই আদেশনামা জারির বিরুদ্ধে সরব হন।