মার্কিন নৌবাহিনীর এলিট ফোর্সে যুক্ত হলেন নারী
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এলিট ফোর্সে যুক্ত হতে হলে বিশেষ একটি প্রশিক্ষণে অংশ নিতে হয়। স্পেশাল ওয়ারফেয়ার কমব্যাট্যান্ট–ক্রাফট ক্রুমেন (এসডব্লিউসিসি) নামের এই প্রশিক্ষণ কার্যক্রম প্রথমবারের মতো একজন নারী নৌ সেনা সমাপ্ত করেছেন। এর মধ্য দিয়ে দেশটির নৌবাহিনীর এলিট ফোর্সে যুক্ত হলেন নারীরা।
শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে নেভি সিল বা এলিট ফোর্সে নারীদের যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। তবে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নিয়ম মেনে ওই নারী নৌ সেনার নাম–পরিচয় প্রকাশ করা হয়নি।