৮০ গরু নিয়ে ঢাকার পথে ‘ক্যাটল ট্রেন’

জাগো নিউজ ২৪ চাঁপাইনবাবগঞ্জ সদর প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ১৭:৫২

চাঁপাইনবাবগঞ্জ থেকে এক বছর পর আবারও ঢাকার উদ্দেশে যাত্রা করলো ‘ক্যাটল ট্রেন’। স্বল্প ভাড়ায় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য দুটি স্পেশাল ট্রেন চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। শনিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি ছেড়ে যায়।


জানা যায়, করোনাকালীন প্রান্তিক খামারিদের উৎসাহ দিতে ও কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য স্বল্পমূল্যে পশু পরিবহনে এ বিশেষ ট্রেন চালু করা হয়। কোরবানির পশু পরিবহনের জন্য চালু হওয়া ক্যাটল স্পেশাল ট্রেনের প্রথম যাত্রা এটি। প্রথম যাত্রায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের ২নং প্লাটফর্মে দুপুর আড়াইটা থেকে চারটি ওয়াগনে গরু ওঠানো শুরু হয়। প্রতিটি ওয়াগনে ২০টি করে মোট ৮০টি গরু ও চারটি ছাগল নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও