![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/07/17/og/163247_bangladesh_pratidin_corona-sampling.jpg)
শুক্রবার ছুটির দিন, তাই করোনার নমুনা সংগ্রহ করা হয়নি!
নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। শনিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৯৪ জন।
অপরদিকে শুক্রবার ছুটির দিন থাকায় কোনো করোনা নমুনা সংগ্রহ করা হয়নি। গতকাল শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছিল ৫ হাজার ৬১৪ জন। এদের মধ্যে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৭ জন।