ছারপোকার জ্বালায় অস্থির? জেনে নিন ঘরোয়া উপায় ছারপোকা তাড়ানোর পদ্ধতি
এইসময় (ভারত)
প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ১২:৫৪
ছারপোকা মানেই বাড়ির আতঙ্ক। কেননা একবার যদি এই পোকা কারও ঘরে প্রবেশ করে তবে তা বের করা দুঃসহ হয়ে পড়ে। মূলত ছারপোকাকে রক্তচোষাও বলা হয় কারণ এই পোকা মানুষের অগোচরে রক্ত চুষে নেয়। বিছানা, বালিশ, মশারি, সোফা এদের পছন্দের আবাসস্থল। পুরোপুরি নিশাচর না হলেও ছারপোকা সাধারণত রাতেই অধিক সক্রিয় থাকে।
কারও বাড়িতে একবার ছারপোকার উপদ্রব শুরু হলে তা থেকে নিস্তার পাওয়া খুব কঠিন। মানুষের শরীর থেকে রক্ত চুষে নেয় ক্ষুদে এই পোকা। এর কামড়ে জ্বলুনির জ্বালায় অস্থির হয়ে যেতে হয়। জেনে নিন কী ভাবে ঘর থেকে ছারপোকা তাড়াবেন।
- ট্যাগ:
- লাইফ
- ঘরোয়া উপায়
- ছারপোকা সমস্যা
- ছারপোকা