![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flaw-courts%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsupreme-court-bd-new-20210717112955.jpg)
নিম্ন আদালতের বিচারকসহ সংশ্লিষ্টদের টিকা গ্রহণের নির্দেশনা
অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা গ্রহণ করে এ সংক্রান্ত তথ্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবর পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
শুক্রবার (১৬ জুলাই) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।