You have reached your daily news limit

Please log in to continue


উপেক্ষিত স্বাস্থ্যবিধি: করোনার সংক্রমণ ভয়াবহ পর্যায়ে যেতে পারে

পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ১৫ থেকে ২৩ জুলাই সকাল পর্যন্ত লকডাউন তথা বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

ফলে বৃহস্পতিবার গণপরিবহণ চালু হওয়ার পাশাপাশি শপিংমলসহ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন খুলেছে, তেমনি বাড়ির উদ্দেশে মানুষের ঈদযাত্রাও শুরু হয়েছে। উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, শপিংমল ও দোকানপাটে ভিড় করা মানুষসহ ঘরমুখো মানুষের অনেকের মুখেই মাস্ক নেই; উপরন্তু সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতাও হচ্ছে উপেক্ষিত। এর ফলে করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন