গরমমসলার বাজার ‘ঠান্ডা’

প্রথম আলো প্রকাশিত: ১৭ জুলাই ২০২১, ০৯:৪৩

প্রতিবছর ঈদুল আজহার আগে বাজারে বিভিন্ন ধরনের মসলার বাড়তি চাহিদা তৈরি হয়। ক্রেতাদের চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে মসলার দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে এবার পরিস্থিতি ভিন্ন, গরমমসলার দাম এখন পর্যন্ত ‘ঠান্ডা’।


রাজধানীর শ্যামবাজার ও কারওয়ান বাজারে মসলার পাইকারি ব্যবসায়ীরা বলছেন, এবার কোনো মসলার দাম বাড়েনি। উল্টো কিছু মসলার দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। এর কারণ হিসেবে তাঁরা বলছেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন অনেক কমে গেছে। কঠোর বিধিনিষেধের কারণে গত দুই সপ্তাহ এ ধরনের অনুষ্ঠান প্রায় বন্ধই ছিল। কমিউনিটি সেন্টার, হোটেল-রেস্তোরাঁ বন্ধ। এসব কারণে বছরজুড়ে মসলার বিক্রি কম হয়েছে। বাজারে মসলার মজুত পর্যাপ্ত। তাই দাম বাড়েনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও