তৃতীয় প্রেগনেন্সির জন্যে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন করিনা কাপুর। সম্প্রতি প্রকাশিত হয়েছে করিনার নতুন বই Pregnancy Bible। নামে কী যায় আসে শেক্সপিয়র বলে গিয়েছিলেন। কিন্তু এই নামের গেরোতেই পড়লেন Kareena Kapoor। জানা গিয়েছে মহারাষ্ট্রের Beed শহরে করিনা কাপুর সহ আরও দু’জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ বইয়ের নামে বাইবেল শব্দটি ব্যবহার করে তাঁরা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। তবে এই নিয়ে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি করিনা কাপুর বা তাঁর টিমের থেকে।
You have reached your daily news limit
Please log in to continue
Police Complaint Against Kareena Kapoor: আইনি গেরোয় করিনা কাপুর, প্রেগনেন্সি বাইবেল তাঁকে শ্রীঘর না দেখায়!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন