![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2021/07/13/biman-bombardier-dash-8-q-400-mm-300515-0003.jpg/ALTERNATES/w640/biman-bombardier-dash-8-q-400-mm-300515-0003.jpg)
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ১১:০৯
কোভিড মহামারী নিয়ন্ত্রণে কঠোর লকডাউন ঈদের আগে শিথিলের পর অভ্যন্তরীণ রুটে তিনটি এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিমান অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।