বহু পুরাতন ভাব নব আবিস্কার
রাজনীতিবিদরা ক্ষমতা হারান কখন? আমাদের ইতিহাসে যখন অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, যেমন পাকিস্তান আমলে দুইবার ও স্বাধীন বাংলাদেশে দুইবার ঘটেছে।
গত তিরিশ বছর দেশে মার্শাল ল আসেনি। মাঝে ২০০৭-০৮ সালে একটি অস্থায়ী তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সামরিক বাহিনী ক্ষমতা প্রয়োগ করেছিল। তাছাড়া টানা রাজনৈতিক শাসন রয়েছে। কিন্তু এই সময়ে মাঝে-মধ্যে আমরা রাজনৈতিক নেতাদের কণ্ঠে 'রাজনীতি রাজনীতিবিদদের হাতছাড়া হয়ে যাচ্ছে' বলে দীর্ঘশ্বাস শুনতে পাই। কে তাদের হাত থেকে রাজনীতি কেড়ে নিচ্ছে?