BJP: মিছিল করার চেষ্টা বিজেপির, ধৃত ৩০
কসবার ভুয়ো প্রতিষেধক-কাণ্ডের প্রতিবাদে বুধবার বিধাননগরের করুণাময়ী মোড়ে জমায়েত হয়ে মিছিল করার পরিকল্পনা ছিল বিজেপির। কিন্তু এ দিন মিছিল করার চেষ্টা হতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় দলীয় কর্মীদের। এর পরেই বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, অর্চনা মজুমদার, কিশোর কর-সহ দলের কর্মীদের আটক করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৩০ জনকে অতিমারি আইনে গ্রেফতার করা হয়েছে। যদিও পরে জামিন পান তাঁরা।
এ দিন বেলা ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। বিজেপি নেতৃত্বের দাবি, ভুয়ো প্রতিষেধক-কাণ্ড নিয়ে কলকাতা উত্তর শহরতলি জেলার ডাকে তাঁরা স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচি নিয়েছিলেন। সেই মতো এ দিন করুণাময়ী মোড় থেকে মিছিল করে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, কর্মীরা গাড়ি থেকে নামতেই পুলিশ তাঁদের ধরে থানায় নিয়ে যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৪ সপ্তাহ আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
১ বছর, ৫ মাস আগে
প্রথম আলো
| ভারত
১ বছর, ৫ মাস আগে