KMC: আদালতে আটকে পুরসভার ২৩ হাজার মামলা, ভোগান্তি চরমে
আদালতে কলকাতা পুরসভা সংক্রান্ত বিভিন্ন মামলার নিষ্পত্তি হতে এমনিতেই দীর্ঘ সময় লাগত। অতিমারির পরে সেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। পুরসভা সূত্রের খবর, মোট ১৪টি আদালতে এখনও পর্যন্ত কলকাতা পুরসভা সংক্রান্ত ২৩০৫৫টি মামলা ঝুলে রয়েছে। জমে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি করতে শহরের বিভিন্ন আদালতের আইন আধিকারিকদের সঙ্গে আজ, বৃহস্পতিবার থেকে বৈঠকে বসছেন কলকাতা পুরসভার আইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য বৈশ্বানর চট্টোপাধ্যায়। বুধবার তিনি বলেন, ‘‘প্রতিটি মামলা ঠিক কোন জায়গায় আছে, তা প্রতিটি আদালতের ল’ অফিসারদের কাছে জানতে চেয়েছি। এ বিষয়ে আলিপুর আদালতের ল’ অফিসারের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছি।’’