স্বাস্থ্যবিধি মেনে তৎপর থাকতে পুলিশকে নির্দেশ
মহামারীর মধ্যে লকডাউন তুলে নেওয়া হলেও আসন্ন ঈদে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি যেন মেনে চলা হয়, সেদিকে নজর রাখতে পুলিশ সদস্যদের বলেছেন বাহিনীর প্রধান বেনজীর আহমেদ।
কোরবানির ঈদের আগে বুধবার এক ভার্চুয়াল সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও বিভিন্ন জেলার পুলিশ সুপারদের তিনি এ নির্দেশনা দেন।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ দেন আইজিপি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে