You have reached your daily news limit

Please log in to continue


মা হলেন দিয়া মির্জা, ছোট্ট Avyaan-কে পেয়ে খুশির জোয়ারে ভাসছেন নায়িকা

মা হলেন অভিনেত্রী দিয়া মির্জা। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এই খবর জানালেন দিয়া। না, আজ নয়। এক মাস আগেই ছেলে Avyaan-এর জন্ম দিয়েছেন নায়িকা। Vaibhav Rekhi এবং Diya Mirza-র প্রথম সন্তান Avyaan। ১৪ মে দিয়ার জীবনে আসে এই ছোট্ট সদস্য।

ছেলের হাত ধরে থাকা একটি ছবি পোস্ট করে দিয়া লেখেন, ‘এই ছোট্ট মানুষটা যখন দেখি বিষ্ময়ে ভরে যায় মন। ওর থেকেই শিখি এই বিশাল দুনিয়ার নিয়মকে ভরসা করা, অভিভাবক হওয়ার অনুভূতিকে কুর্নিশ জানাই। বিনয়ী হওয়াও ওই আমাদের প্রতি মুহূর্তে শেখাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ছোট্ট Avyaan-কে কোলে নেওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ওর দাদু-দিদা এবং বড়দিদি। দ্রুত ও সবার কাছে বাড়ি ফিরবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন