নমুনা পরীক্ষায় চূড়ান্ত অনুমোদন পেল খুবির আরটি-পিসিআর ল্যাব

জাগো নিউজ ২৪ খুলনা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ১১:৫২

করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আরটি-পিসিআর ল্যাবকে সরকারিভাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের সম্মতিতে হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেছেন।


চিঠিতে বলা হয়, প্রচলিত সব বিধি অনুসরণ করে এ আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া কোয়ালিটি কন্ট্রোল রান দিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রত্যয়ন গ্রহণের জন্যও অনুরোধ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও