দুশ্চিন্তায় খামারিরা, বোঝে না অনলাইনে গরু বিক্রির পন্থা!
বার্তা২৪
প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ১১:১৭
প্রতিবছরের ন্যায় এবারও ঘনিয়ে এসেছে ঈদুল আজহার (কোরবানি ঈদ) সময়। এই ঈদকে সামনে রেখেই সারা বছর ব্যাপী খামারিরা আলাদা যত্ন নিয়ে গরু মোটাতাজা করে। আর দিন গুনে কোরবানির ঈদের জন্য। বছর ধরে গরু লালন পালন করার পর এই ঈদে ক্রেতার কাছে বিক্রি করে দুই পয়সা লাভের আসায়।
কিন্তু সময়ের পরিক্রমায় খামারিদের কপালে নেমে এসেছে দুশ্চিন্তার ভাঁজ। পুরো পৃথিবীসহ দেশে মহামারি করোনাভাইরাস প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে সরকার দিয়েছে কঠোর লকডাউন। যার ফলে অনেক দিন ধরেই বসছে না গরুর হাট। তাই সরকার ডিজিটাল হাটের ব্যবস্থা করেছে কিন্তু বেশিরভাগ খামারি'ই বোঝেনা অনলাইনে গরু বিক্রির পন্থা। এই জন্য দেশের প্রায় সব খামার মালিকরা দুশ্চিন্তায় আছেন।