কোরবানির পশু পরিবহনে খুলনা-ঢাকা বিশেষ ট্রেন
করোনাভাইরাস মহামারীর মধ্যে কোরবানির পশু পরিবহনে দুর্ভোগ লাঘবের জন্য খুলনা-ঢাকা পথে ‘ক্যাটল এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেন চালু হচ্ছে। শনিবার থেকে তিন দিন এই ট্রেন চলবে বলে খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান।
বুধবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, ১৭ জুলাই বেলা ১টায় খুলনা রেলস্টেশন থেকে ট্রেনে পশু পরিবহনের মাধ্যমে এর যাত্রা শুরু হবে। প্রতিদিনই বেলা ১টায় খুলনা থেকে যাত্রা শুরু করবে এ ট্রেন। চাহিদার ওপর ভিত্তি করে ট্রেনের বগির সংখ্যা ঠিক করা হবে।
স্টেশন মাস্টার বলেন, ব্যবসায়ীদের পশু পরিবহনের জন্য নিতে হবে কমপক্ষে একটি বগি। বগিপ্রতি পরিশোধ করতে হবে ১৪ হাজার ৬৯০ টাকা। বগিতে কয়টি পশু যাবে, কিভাবে পশু রাখা হবে, কয়জন মিলে বগি ভাড়া নেবেন তা ঠিক করবেন বগি ভাড়া নেওয়া ব্যক্তি। এক বা একাধিক ব্যক্তি মিলে একটি বগি ভাড়া নিতে পারবেন। তবে ভাড়া পরিশোধ করতে হবে এক নামে।