![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F14%2Fdokin-africk.jpg%3Fitok%3DDXySJMSh)
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়ল আইরিশরা
ওয়ানডে বিশ্বকাপের সুপার লিগে অঘটন ঘটিয়ে দিল আয়ারল্যান্ড। প্রথমবারের মতো ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস গড়ল আইরিশরা। এই জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট পেল আয়ারল্যান্ড।
ডাবলিনে গতকাল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই আয়ারল্যান্ডের প্রথম জয়। মোট সাতবারের মুখোমুখি দেখায় কোনো সংস্করণেই প্রোটিয়াদের এর আগে হারাতে পারেনি আয়ারল্যান্ড। এবার সেই অঘটন ঘটিয়ে দিল আইরিশরা।