You have reached your daily news limit

Please log in to continue


ওদের এত স্পর্ধা কেন?

‘স্বপ্নেও ভাবতে পারিনাই জমিসহ ইটের একখান নতুন ঘর হইবো আমাগো’ মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এমনই আবেগঘন কথা বলছিলেন সুকজান বেগম। ঈশ্বরদীর দড়িনারিচা পশ্চিম টেংরী এলকার ভূমিহীন সুকজানের চোখে আনন্দের অশ্রু। দীর্ঘদিন ধরে ছেলে-নাতিসহ অন্যের জমিতে কুঁড়েঘর তুলে থাকেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে জমিসহ পাকা বাড়ি পেয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। তাই খুশিতে কেঁদেছেন তিনি।

‘জমি নেই, ঘর নেই’ এমন অসহায় ১ লাখ ১৮ হাজার ৩৬০টি পরিবারকে গত ২০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দুইশতক জমিসহ পাকা বাড়ি হস্তান্তর করেন। এলাকা ভিত্তিক নির্মান ব্যায় ১ লাখ ৬০ থেকে ৯০ হাজার পর্যন্ত ধরা হয়েছে। ‘মুজিববর্ষে কেউ থাকবে না গৃহহীন’ এমন ঘোষণা বাস্তবায়নে রূপ দিতে ‘স্বপ্নের নীড়’ নির্মান ও হস্তান্তর চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন