আকাশ মেঘলা থাকলেও বাড়বে গরম

এইসময় (ভারত) আলিপুর আবহাওয়া সেন্টার, কলকাতা প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০৮:৩৬

বঙ্গে পুরোপুরিভাবে সক্রিয় হয়নি বর্ষা। নিম্নচাপের জেরে মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। আর সেই কারণেই বাড়ছে গরম। পাশাপাশি বাড়ছে আর্দ্রতা । যার জেরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে শহর তথা রাজ্যে। স্বাভাবিকভাবেই বাড়ছে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৮ ডিগ্রি। তবে এদিনও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর।


উল্লেখ্য, দিনদিন গরম বাড়ছে শহরে। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা । যার জেরে ভ্যাপসা গরমের পরিস্থিতি শহরে। রাজ্যেও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। এদিকে শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা র পরিমাণ ছিল ৮২ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও