You have reached your daily news limit

Please log in to continue


দুই কূল রক্ষার চেষ্টায় সরকার

একদিকে কঠোর লকডাউন বা বিধি-নিষেধে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে লকডাউন না দিলে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার শঙ্কা। আবার সপ্তাহখানেক পরেই কোরবানির ঈদ। এমন পরিস্থিতিতে দুই কূল রক্ষার কৌশলী সিদ্ধান্ত নিল সরকার। দেশে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যার ঊর্ধ্বগতির মধ্যেই ঈদ উদযাপন এবং অর্থনীতির গতি সচল রাখতে আজ মধ্যরাত থেকে ২২ জুলাই পর্যন্ত আট দিনের জন্য লকডাউন শিথিল করা হয়েছে।

এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলবে, শপিং মল, দোকানপাটসহ সব কিছু খোলা থাকবে। একই সঙ্গে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত ১৪ দিন আগের চেয়েও কঠোর লকডাউন কার্যকর হবে বলেও গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন