কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নেই শরিকদের কেউ, কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক ও অর্থনৈতিক কমিটিতে শুধুই বিজেপি

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ১৪ জুলাই ২০২১, ০৭:৪২

কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কমিটিতে এ বার শুধুই বিজেপির মন্ত্রীরা। শরিক দলের কোনও মন্ত্রীর সেখানে স্থান হল না। মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের পরে প্রধানমন্ত্রী এ বার মন্ত্রিসভার বিভিন্ন কমিটিও ঢেলে সাজালেন। রাজনৈতিক বিষয়ক কমিটিতে স্মৃতি ইরানি, গিরিরাজ সিংহ, মনসুখ মাণ্ডবিয়া, ভূপেন্দ্র যাদব, সর্বানন্দ সোনোয়ালের মতো মুখ নিয়ে আসা হল। কেন্দ্র-রাজ্য সম্পর্ক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে নীতি নির্ধারণ নিয়েই মূলত মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটিতে আলোচনা হয়।


মন্ত্রিসভার রদবদলে স্মৃতির হাতে নারী ও শিশুকল্যাণ থাকলেও বস্ত্র মন্ত্রক বাদ গিয়েছে। কিন্তু মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটিকে জায়গা পাওয়ায়, অমেঠীতে রাহুল গাঁধীকে হারিয়ে আসা স্মৃতির রাজনৈতিক গুরুত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে। একই ভাবে এত দিন সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা, অমিত শাহর আস্থাভাজন বলে পরিচিত ভূপেন্দ্র যাদবকেও রাজনৈতিক বিষয়ক কমিটিতে নিয়ে আসা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও