![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F13%2Folympic-1.jpg%3Fitok%3DBBMsmqbb)
অলিম্পিক গেমস ভিলেজ খুলে দেওয়া হয়েছে
গত বছর টোকিওতে অলিম্পিক গেমস আয়োজনের কথা ছিল। করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। 'গ্রেটেস্ট শো অন আর্থ' আর কদিন বাদে মাঠে গড়াচ্ছে। অবশ্য করোনার প্রকোপ না কমায় এই বছর গেমসটি আয়োজন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
গোল ডটকমের খবরে জানা গেছে, করোনার প্রভাব যতই থাকুক, টোকিও অলিম্পিক গেমস নির্ধারিত সময়েই হবে।আয়োজক কমিটির প্রধান ইওসিরো মোরি এ ব্যাপারে বলেন, ‘করোনা যতই উদ্বিগ্ন রাখুক, গেমস আয়োজন হবেই। এই আত্মবিশ্বাস নিয়েই এগোচ্ছি। একটা নতুন স্বাদের অলিম্পিকের জন্য তৈরি হোক বিশ্ববাসী।’