![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F07%2F13%2Fa5eb55fc4ba24644de4e685994fd4538.jpg%3Fitok%3DGoJx-LlN)
গো-মাংস বিক্রি নিষিদ্ধ করে আসাম বিধানসভায় নতুন বিল
হিন্দু অধ্যুষিত এলাকা ও কোনও মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করতে ভারতের আসাম রাজ্যের বিধানসভায় একটি বিল উত্থাপন করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
‘আসাম গো-রক্ষা বিল-২০২১’-তে বলা হয়, হিন্দু অধ্যুষিত এলাকা ও কোনও মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না। এতে বলা হয়, যেসব জায়গায় হিন্দু, শিখ ও জৈনরা বসবাস করেন এবং মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গো-মাংস কেনাবেচা করা যাবে না।