![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-84378129,imgsize-63165/pic.jpg)
২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ
উৎকণ্ঠার অবসান। ২২ জুলাই ঘোষিত হবে চলতি বছরের উচ্চমাধ্যামিক পরীক্ষার রেজাল্ট। করোনা সংক্রমণের ধাক্কায় এবছরের মতো বাতিল হয়ে যায় উচ্চমাধ্যমিক পরীক্ষা। ছাত্রছাত্রী বছর যাতে কোনওভাবে নষ্ট না হয় সেই কথা মাথায় রেখে বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের পর চলতি মাসের ২২ তারিখ Higher Secondary Result ঘোষণা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
উচ্চমাধ্যমিকের মূল্যায়ণের ক্ষেত্রে সংসদ সভাপতি মহুয়া দাস জানিয়েছিলেন, বিশেষ গাণিতিক পদ্ধতিতে হবে দ্বাদশের পড়ুয়াদের মার্কশিট। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। তবে সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই উচ্চমাধ্যমিকের ক্ষেত্রেও চূড়ান্ত বলেই ধরা হবে।