You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে ভবনের নিচে কয়েকশ মাটির কলসি

চট্টগ্রামের কোতয়ালী থানার পাথরঘাটায় বহু পুরনো একটা ভবন সংস্কারের কাজ শুরু করলে ভবনের মাটির নিচ থেকে কয়েকশ মাটির কলসি বের হয়ে আসে। চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, প্রায় আড়াইশো বছরের পুরনো ঐ ভবন সংস্কারের কাজ শুরু করা হয় গত সপ্তাহে। খনন কাজ শুরু করার পরেই এক এক করে অনেক মটকা (কলসি) বের হয়ে আসে।

তিনি বলেন, "অনেক ধরণের কোথা শোনা যায় এই ভবন নিয়ে। হাজি শরীয়তুল্লাহ সওদাগর নামে এক ব্যক্তির বাড়ি এটা। তিনি মিয়ানমার থেকে এখানে এসেছিলেন। এলাকার লোক এটাও বলে তিনি বাড়ি করার জন্য জাহাজে করে এই মটকা (কলসি) নিয়ে এসেছিলেন কিন্তু কেন বাড়ির নিচে রেখেছেন সে সম্পর্কে কেউ কিছু বলতে পারে না।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন