You have reached your daily news limit

Please log in to continue


কনটেন্ট ধুন্ধুমার কনটেন্ট, রঙিন আয়োজন

ঈদের আগেই যেন ঈদ লেগেছে, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির কনটেন্টের তালিকা দেখে তেমনটাই মনে হচ্ছে। ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, অ্যান্থোলজি সিরিজ, তথ্যচিত্র, শর্টফিল্মসহ ঝাঁপিভরা বৈচিত্র্যময় কনটেন্ট নিয়ে এসেছে তারা। আজ থেকে এই কনটেন্টগুলো উন্মুক্ত দেশ ও দেশের বাইরের সব দর্শকের জন্য। চরকির কনটেন্টের দুনিয়ার বিস্তৃতি কতটা, তা জেনে নেব এই প্রতিবেদনে।

শিহাব শাহীন পরিচালিত চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘মরিচীকা’ এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। তারকাবহুল এই সিরিজ নিয়ে কৌতূহলের কমতি নেই। আফরান নিশো, সিয়াম আহমেদ, জোভান, চুমকি ও মাহিয়া মাহি অভিনীত এই সিরিজ নিয়ে গত বছরের শেষ দিক থেকে আলোচনা শুরু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন