জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নেই। হাদিসের এমন ঘোষণার পর উম্মতে মুসলিমার মানসিক অবস্থা এমন যে, সব সময় নিজেদের নেক আমলে নিয়োজিত রাখবে। তাহলে হজের মাসের প্রথম দশকে মুমিন মুসলমানের করণীয় ও নেক আমলগুলো কী?
হজের মাসের প্রথম ১০ দিন সম্পর্কে মহান আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। এ কসমের মাধ্যমে এ দশকের মর্যাদা ও ফজিলত যে বেশি তা বুঝিয়েছেন। এই দশ দিন হচ্ছে বছরের সর্বোত্তম দশ দিন।