You have reached your daily news limit

Please log in to continue


জর্জিয়ায় সমকামীবিরোধী সহিংসতা, চাপের মুখে প্রধানমন্ত্রী

সহিংসতায় ক্যামেরাম্যান আলেক্সান্ডার লাশকারাভার মৃত্য়ুর পর বিরোধী দলের আইনপ্রণেতারা জর্জিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান৷ নিহতের সহকর্মীরা ডয়চে ভেলের সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেছেন৷

আলেক্সান্ডার লাশকারাভার সহকর্মীরা জানিয়েছেন, জর্জিয়ায় এলজিবিটিকিউ অধিকারকর্মীদের প্রাইড প্যারেড এবং এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের নিরপত্তার কোনো ব্যবস্থা ছিল না৷ ফলে যখন সমকামীবিরোধী ডানপন্থি অ্যাক্টিভিস্টরা প্যারেডে হামলা চালায়, তাদের রক্ষা করার জন্যও কেউ এগিয়ে আসেনি৷

হামলার শিকার হন টিভি পিরভেলির ক্যামেরাম্যান আলেক্সান্ডার লাশকারাভা৷ কদিন পর নিজের বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন