You have reached your daily news limit

Please log in to continue


গানে ফিরলেন তপন চৌধুরী, সঙ্গী তানভীর-নওশাবা

দীর্ঘদিন পর দেশবরেণ্য শিল্পী তপন চৌধুরীর নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের শিরোনাম ‘খেলাঘর’। গানটির কথা, সুর ও সংগীত করেছেন তানভীর তারেক। গানটি প্রসঙ্গে তপন চৌধুরী বলেন,‘তানভীরের কথা ও সুরে গান করবে, এমন পরিকল্পনা অনেক আগের। অবশেষে এবারে গানটি হয়ে দাঁড়ালে। আমি যেকোনও গান গাইবার আগে প্রথমে লিরিকটা দেখতে চাই। তানভীরের এই গানটির লিরিক মনকে নাড়া দিয়েছে। পরে বলি সুর করে গানটা বাঁধতে। সেভাবেই ওর স্টুডিওতে গাওয়া হলো গানটি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন, ‘তপনদার সাথে আমার এটিই প্রথম কাজ। খুব কাছের বড় ভাইয়ের মতো একজন মানুষ আমার জীবনে তপন চৌধুরী। অথচ অন্য অনেক শিল্পীর সাথে কাজ করা হলেও তপন দার কণ্ঠে আমার সুরে কোনও গান করা হয়নি। অবশেষে সেই ইচ্ছেটি পূরণ হলো। গানটি একেবারে ভেতরের অনুভবের গান। নিয়তির কথা নিয়ে তৈরি একটি গান। যেকোনও সংবেদনশীল শ্রোতাকে গানটি নাড়া দেবে বলে আমার বিশ্বাস।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন