রেকর্ড গড়েই পতনে সোনালী লাইফ, তদন্তে বিএসইসি
নতুন তালিকাভুক্ত হওয়া জীবন বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়-বিক্রয়ে অস্বাভাবিক আদেশ দেয়ার বিষয়টি ক্ষতিয়ে দেখতে এক সদস্যের ইন্সপেকশন কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সেই সঙ্গে লভ্যাংশ ঘোষণার পর প্রথম কার্যদিবসেই শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়টিও ক্ষতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এতে সোমবারের রেকর্ড দাম বাড়ার পরের দিনই মঙ্গলবার সোনালী লাইফের শেয়ার দরপতনের তালিকায় নাম লিখিয়েছে।