কুরবানির পশুর যত্ন নেওয়া কেন জরুরি?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ১৫:৫৪
কুরবানি শুধু আল্লাহর জন্য। নির্ধারিত দিন পশু জবাইয়ের মাধ্যমে পালন করা হয় এ কুরবানি। কুরবানির সময় খুবই নিকটে। এরই মধ্যে পশুর বাজার জমতে শুরু করেছে; আবার অনেকে কুরবানির পশু কিনতেও শুরু করেছে। কেউ কেউ কুরবানির পশু আগেই কিনে নিয়েছেন। কুরবানির এসব পশুর যত্ন নেওয়া খুবই জরুরি।
কুরবানির পশু আগে কিনে নেওয়া ভালো। কুরবানির পশুর যত্ন ও পরিচর্যায় কুরবানি দাতার সঙ্গে পশুর একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়। পশুর প্রতি কুরবানি দাতার ভালোবাসা ও মায়া জন্ম নেয়। সুতরাং কুরবানির (পশু হাট বা বাড়ি থেকে) কেনা থেকে শুরু করে কুরবানি করার আগ পর্যন্ত নানা ধাপে কষ্ট না দিয়ে পশুর যত্ন ও পরিচর্যা নেওয়া আবশ্যক। কারণ এ পশু মহান আল্লাহর সন্তুষ্টি লাভে তারই নামে উৎসর্গ করা হবে।