দ. আফ্রিকার রাস্তায় সেনা মোতায়েন
সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা জেলে যাওয়ার জেরে দক্ষিণ আফ্রিকায় চলমান সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ বন্ধে এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল জোহানেসবার্গকে রক্ষায় পুলিশকে সহায়তার জন্য দুটি রাজ্যে সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত সপ্তাহ থেকে চলমান বিক্ষোভ ও লুটপাটের ঘটনায় কমপক্ষে ছয়জন মারা গেছেন এবং দুইশ’র বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গৌতেং এবং কোয়াজুলু-নাটাল প্রদেশে আইন প্রয়োগকারী অন্য সদস্যদের সহায়তার জন্য অনুরোধের প্রেক্ষিতে সেনা মোতায়েন করা হয়েছে।