![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/07/13/og/142336_bangladesh_pratidin_accident-1.jpg)
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় আজ মঙ্গলবার রেনু রানী সরকার (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। কালিয়াকৈর উপজেলার কালিয়াকুর টু মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি বন্নী এলাকার অনিল সরকারের স্ত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রেনু রানী সরকার সিএনজি যোগে গাজীপুরের মাওনা এলাকায় তার ছেলের বাসা থেকে তার নিজ বাড়ি দেলদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন। পরে কালিয়াকৈর টু মাওনা সড়কের কুতুবদিয়া এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ধেয়ে আসা দ্রুতগামী একটি মাছবাহী (ঢাকা মেট্রো ন- (২০-৩৫৩৬) নাম্বার) ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা যাত্রী রেনু বেগম ঘটনাস্থলে নিহত হন।