![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-07%252F409bfe7e-0531-44c1-b819-095ff5387262%252Foli_jpg_deuba.jpg%3Frect%3D0%252C0%252C736%252C386%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
মঙ্গলবার বিকেলের মধ্যে নেপালে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের
অবশেষে সরে দাঁড়াতে হচ্ছে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে। দেশটির সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল বেঞ্চ নির্দেশ দিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী করতে হবে। এ ছাড়া ভেঙে দেওয়ার পার্লামেন্ট আবারও কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।
শের বাহাদুর দেশটির বিরোধী দল নেপালি কংগ্রেসের নেতা। এ ছাড়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নেপালের সুপ্রিম কোর্ট গতকাল সোমবার এই নির্দেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিল। কারণ, দেশটিতে কয়েক মাস ধরে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। এ ছাড়া নেতৃত্বকে কেন্দ্র করে ওলির দল নেপালের কমিউনিস্ট পার্টর নেতাদের মধ্যেও বিরোধ দেখা দিয়েছে।