কলকাতায় আটক তিন জেএমবি জঙ্গি
কলকাতায় বড়সড় নাশকতা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। পুলিশের দাবি, আটক জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য মিলেছে। আরো একটা অস্ত্র কারখানা তৈরির পরিকল্পনা ছিল জামাত জঙ্গিদের। সম্প্রতি কলকাতা থেকে গ্রেপ্তার হওয়া তিন জামাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছে পুলিশ। তাদের সঙ্গে আল-কায়দার যোগাযোগের বিষয়টিও স্পষ্ট হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিসাররাও তাদের জেরা করতে পারে বলে পুলিশ সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে।