![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-23-20210713122633.jpg)
১২ লাখ টাকায় বিক্রি হবে ৩০ মণের ‘সম্রাট বাবু’
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের মধ্যআলেপুর গ্রামের কৃষক মোশাররফ ঢালী। দুই বছর এক মাস আগে তার খামারে জন্ম হয় একটি ষাঁড় গরুর। আদর করে এর নাম রাখেন ‘সম্রাট বাবু’। লম্বায় ৯ ফুট ও উচ্চতায় ৬ ফুট।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কোরবানির গরু
- গরুর দাম