![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2021/07/online/photos/Untitled-10-samakal-60ec8141cff29.jpg)
ক্ষয়ের ভাগ বেশি, নির্মাণের অংশ ধীর
একদিনের পত্রিকায় নারী নির্যাতন-নিপীড়নের ছয়টি খবর। এই বাস্তবতা অস্বীকার করা যাবে না, সব খবরই সংবাদমাধ্যমে উঠে আসে না। খবরের আড়ালেও খবর থেকে যায়। ৫ জুলাই সমকালে নারী নির্যাতন-নিপীড়নের যে খবরগুলো উঠে এসেছে- এমন খবর প্রায়ই পত্র-পত্রিকায় ছাপা হয় আর আমাদের প্রশ্ন বাড়তেই থাকে। নারী নির্যাতনের বহুমাত্রিক চিত্র সভ্যতা-মানবতার কলঙ্ক, এ নিয়ে দ্বিমত প্রকাশের অবকাশ নেই। শুধু নারীই নয়, সমান্তরালে চলছে শিশু নির্যাতনও, বিশেষ করে কন্যাশিশু।