![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/07/13/image-259609-1626149789.jpg)
টাকার জন্য গয়না বিক্রি করছে ভারতীয়রা
সোনার গয়না বন্ধক রেখে গত বছর ছেলেমেয়ের লেখাপড়ার খরচ জুগিয়েছিলেন পল ফার্নান্দেজ। কিন্তু এ বছর সেসব গয়না তাকে ছেড়েই দিতে হচ্ছে। ভারতের গোয়া উপকূলের ৫০ বছর বয়সি এই প্রৌঢ় এক প্রমোদতরিতে ওয়েটারের চাকরি করতেন। মহামারির মধ্যে গত বছর তার চাকরি চলে যায়। এরপর আর চাকরি জোটাতে পারেননি। নিজে ব্যবসা শুরুর চেষ্টা করেও বিফল হয়েছেন।