কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সফলতার নতুন পাঠ : ঠগিদের পোয়াবারো!

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৯:৪২

আজ লিখতে বসে হঠাৎ আমার দুএকজন স্কুল শিক্ষকের কথা মনে পড়ে গেলো। বিশেষ করে যার নাম মনে পড়ছে তিনি সুরেন্দ্র নাথ বর্মন। তিনি ছিলেন আমাদের হাই স্কুলের পন্ডিত স্যার। বাড়ি ছিল দিনাজপুর। ক্লাস টেনে তিনি আমাকে সংস্কৃত পড়িয়েছেন। তার আগে পন্ডিত স্যার ছিলেন হরিকিংকর ভট্টাচার্য। হরিকিংকর স্যারের বাড়ি ছিল বগুড়ার শেরপুরে। তিনি ছিলেন ব্রাহ্মণ। দেখতেও ছিলেন সুদর্শন। গায়ের রং ফর্সা ছিল, নাক ছিল উন্নত। ব্রাহ্মণদের গায়ের রং সাধারণত উজ্জ্বলই হয়ে থাকে। ‘কালো’ ব্রাহ্মণদের ব্যাপারে হিন্দু সমাজে একটু নাক কোঁচকানো ভাব দেখতাম। ব্রাহ্মণ হলেন ‘ঠাকুর'। পূজা-পার্বণ থেকে শুরু করে বিয়ে-শ্রাদ্ধ কোনো কিছুই ব্রাহ্মণ ছাড়া হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও