![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fbri-20210713085646.jpg)
বাড়ছে রোগীর চাপ, বরিশালে আরও একটি করোনা ইউনিট চালু
সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এতে শয্যা সঙ্কট দেখা দেয়। বেড খালি না থাকায় রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।