নেত্রকোনায় সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে একদিনে শনাক্ত ৯৩
নেত্রকোনায় সংক্রমণে পূর্বের রেকর্ড ছাড়িয়ে গত একদিনে শনাক্ত হয়েছেন ৯৩ জন। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৫৫ জন নারী। শনাক্তের হার ৪০ ছাড়িয়ে দাঁড়িয়েছে ৪২. ২৭।
গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষার মধ্যে ১৬ জন শনাক্ত পাওয়া গেছে। জেলায় র্যাপিড এন্টিজেন টেষ্ট করা হয়েছে ১৫০ জনের। এর মধ্যে ৭৭ জনই শনাক্ত।
জেলা সদরেই আক্রান্তদের মধ্যে রয়েছেন ৩৪ জন। শহরের সাতপাই ৭, নাগড়া ৮, পঞ্চাননপুর ২, ডিএসবি অফিস, মালনী, নিউটাউন, দাড়িয়া, মোক্তারপাড়া, ময়মনসিংহরুহী, দরুনবালি, গরুহাট্টা, জয়নগর, মঈনপুর, নাচনাপুর, আরামবাগ, কুরপাড়, কাটলী, হাশিমপুর, শিবগঞ্জরোড ও জেলা প্রশাসকের কার্যালয় একজন করে।