কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

৫০ শতাংশ যুবক আত্মহত্যার কথা ভেবেছে! বাংলাদেশের সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

এইসময় (ভারত) প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০৯:২৭

বাংলাদেশের যুব সম্প্রদায়ের মনে বাড়ছে মানসিক চাপ। তাঁরা বিষণ্ণতায় ভুগছেন। করোনার সময়ে এই মানসিক চাপ আরও বেড়েছে। আর তার ফলে এই যুব সমাজের প্রায় অর্ধেক আত্মহত্যা করার কথা ভেবেছেন। আঁচল ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সংস্থার একটি সমীক্ষায় উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য।


এই সমীক্ষার তথ্য জানানোর সময়, এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি তানসেন রোজ এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মোশতাক আহমেদ ইমরান বলেন, দেশের যুব সমাজ, তরুণরা আত্মহত্যাপ্রবণ হলে তা দেশের জন্য একটা অশনিসংকেত।


তাঁদের মতে, নানা সমস্যায় ভুগলেও এই সব যুবকরা কোনও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেননি। তাঁরা জানিয়েছেন, সমীক্ষা থেকে উঠে এসেছে ক্যারিয়ার নিয়ে হতাশা, পড়াশোনা ও কাজে মনোযোগ হারানো, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, একাকী হয়ে যাওয়া, আগ্রহ না থাকা সত্ত্বেও পরিবার থেকে বিয়ের চাপ, আর্থিক সমস্যা, একটা অনিশ্চিত ভবিষ্যৎ এবং মোবাইল ইন্টারনেটের প্রতি অতিরিক্ত আসক্তি এই সব নানা কারণে মানসিক চাপ বাড়ছে। যার জেরেই আত্মহত্যা করার কথা ভাবেছে বিপুল সংখ্যক যুবক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও