করোনাভাইরাস : পেরুতে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ এবং জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে পেরু। আগামী আগস্টের শেষ নাগাদ দেশটিতে জারি থাকবে জরুরি অবস্থা।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তির সরকার রোববার (১১ জুলাই) এ বিষয়ে একটি আদেশ জারি করে। গত বছরের মার্চ থেকে চলে আসা জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ জুলাই। এ অবস্থায় দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি থাকে। গত কয়েক মাস ধরে করোনাভাইরাস সংক্রমণে পেরুর অবস্থা শোচনীয়। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে ২০ লাখ ৭ হাজারের বেশি মানুষের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৯৩ হাজারেরও বেশি।