‘প্যাকেট ভালো দিলে কারখানাগুলোর পরিদর্শন ভালো হয়’
হাসেম ফুডসের কারখানায় শিশুশ্রমসহ নানা অনিয়ম ছিল। অগ্নিনির্বাপণ, ভবন নির্মাণ—নানা খাতে ত্রুটি ছিল। সব কারখানা দেখভাল করার জন্য রাষ্ট্রীয় নানা দপ্তর পরিদর্শন করে। কিন্তু প্যাকেট ভালো দেওয়ার ফলে এসব দপ্তরের পরিদর্শনও ভালো হয়।
আজ রোববার ‘নারায়ণগঞ্জ ট্র্যাজেডি: দায় কার?’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় কথাগুলো বলেন বক্তারা। আইপিনিউজ ও পরিবেশ বার্তা নামে দুটি অনলাইন সংবাদ পোর্টাল এর আয়োজন করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় গত শুক্রবার অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যু হয়। তা নিয়েই ছিল আজকের সভা।