ফরিদপুরে লকডাউনে বাড়ির বাইরে যেতে নিষেধ করায় বাবার ওপর অভিমান করে প্রিয়াঙ্কা বিশ্বাস (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।
রোববার (১১ জুলাই) সকাল ৮টার দিকে আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা একই গ্রামের দিনমজুর দিলিপ বিশ্বাসের মেয়ে ও পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।